ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৯, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার খামা গ্রামের  বিলপাড়ে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে প্রতিযোগিতা শুরু হয়।

খামা যুব সমাজের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে  প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা মো.রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো.রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি, মঠখোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বপন ও বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম হোসেন।

প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয়সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হালের গরু নিয়ে খামা বিলপাড়ে হাজির হন। ছোট, মাঝারি ও বড় এই তিন ক্যাটাগরিতে হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিকে আকর্ষণীয় পুরস্কার দেয় অতিথিরা। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এ হাল দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই আশপাশের কয়েক হাজার লোক খামা বিলপাড়ে জড়ো হন।

Comments

comments