ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাইফ্লো নেজাল কেনোলা দিল কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৬, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!



কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গাজী গ্রুপের সহায়তায় হাইফ্লো নেজাল কেনোলা মেশিন দিয়েছে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ মেশিন হস্তান্তর করা হয়। ইতিপূর্বে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬টি হাইফ্লো নেজাল কেনোলা মেশিন ছিল। এ নিয়ে মোট সাতটি মেশিন হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে একসাথে ৭ জন ক্রিটিকেল রোগী একসাথে এই মেশিনে সেবা নিতে পারবে।

হাইফ্লো নেজাল কেনোলা দ্রুত অক্সিজেন তৈরীতে সহায়তা করে যা প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই দিতে সক্ষম।



এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ও হাসপাতালের পরিচালক ডাঃ মঞ্জুরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম.এ আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ-আল-মাসউদ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে হাইফ্লো নেজাল কেনোলা মেশিন তুলে দেন কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।



Comments

comments