ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান ও সাবেক এমপির গ্রুপের সংঘর্ষে পুলেরঘাট বাজার রণক্ষেত্র

প্রতিবেদক
Kolom 24
জুন ২৩, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রুপ ও সাবেক সংসদ সদস্য সোহরাব গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘন্টার সংঘর্ষে পুলেরঘাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় সাংবাদিক খায়রুল আলম ফয়সালসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্প‌তিবার বি‌কে‌লে পাকু‌ন্দিয়া উপ‌জেলার পু‌লেরঘাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘ‌টনাটি ঘটে।

আহতরা হলেন, চ্যানেল ২৪ এর কিশোরগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের মাসুম, পাকুন্দিয়া সদরের টিপু, রিপন, ষাটকাহন গ্রামের মুকুল, চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, মাইজহাটি গ্রামের আরিফুল, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল আলম দেওয়ানসহ অনেকেই।

জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এম‌পি এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা পু‌লেরঘাট এলাকায় আলোচনা সভার আয়োজন ক‌রে। একই সময়ে সংসদ সদস্য নূর মোহাম্মদের গ্রুপটিও একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। এ অনুষ্ঠানে মিছিল নিয়ে সোহরাব গ্রুপের সমর্থকরা পুলেরঘাট এলাকায় পৌঁছলে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজন হামলা চালায়।

পরে দু’প‌ক্ষের লোকজন দেশিয় অস্ত্র নি‌য়ে মু‌খোম‌ু‌খি সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় এলাকা রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হয়। আহত হয় উভয় প‌ক্ষের অন্তত ৩০ জন।

এক পর্যা‌য়ে দা‌য়িত্ব পালনরত সাংবা‌দিক‌দের ওপর চড়াও হয় এক‌টি পক্ষ। চ্যানেল টো‌য়ে‌ন্টি ফো‌রের সাংবাদিক খায়রুল আলম ফয়সাল‌কে ইট দি‌য়ে মাথা ফা‌টি‌য়ে দেয়। নিউজ২৪ এর কিশোরগঞ্জ প্রতিনিধি টিটু দাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি শাহজাহান সাজুও হামলার শিকার হন। প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফ‌সিলুল আজি‌জের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে পাকু‌ন্দিয়া, কটিয়াদী ও কি‌শোরগঞ্জ থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও সন্ধ্যার পর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছে।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

comments