ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাজার বছর বাঁচে যে গাছ

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৪, ২০২০ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নাম জিঙ্কো। বিজ্ঞানীরা বলছেন, হাজার বছরেরও বেশি সময় বাঁচে এটি। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে পার্কে এই গাছ দেখা যায়। রোগবালাই ও খরার কবল থেকে নিজেকে রক্ষা করতে এক ধরনের ক্যামিক্যাল সংরক্ষণ করে গাছটি। শরৎকালে এ গাছ মনমোহনী রুপ ধারণ করে।

সম্প্রতি বিজ্ঞানীরা গাছটির দীর্ঘ আয়ুর রহস্য খুঁজে পেয়েছেন। জানা গেছে, অন্য গাছের মতো এটি সেই হারে বংশবৃদ্ধি করে না। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিচার্ড ডিক্সন জানান, এই গাছ স্বাস্থ্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখে। এমনকি বয়স শত শত বছর পার হলেও শরীরে তার ছাপ রাখে না। গাছটির আরেক বৈশিষ্ট্য হলো, খুব ধীর গতিতে বড় হয়। শরৎকালে এর পাতা আকর্ষণীয় হলুদ রং ধারণ করে।

গবেষকরা বলছেন, এই গাছের বয়স ১৫ থেকে ৬৬৭ বছরের মধ্যে একইরকম মনে হয়। ৭০০ বছর হলে আরও বেশি করে ক্যামিক্যাল নিঃসরণ করে দীর্ঘ সময় টিকে থাকে গাছটি।

কলম ২৪ ডেস্ক

Comments

comments