ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো মাসব্যাপী হকি প্রশিক্ষণ

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার শেষ হলো মাসব্যাপী হকি প্রশিক্ষণ। আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েল অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছিলো কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ২০ জন বালক এবং ২০ জন বালিকা অংশ নেয়। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা হকি কোচ রিপেল হাসান। এই প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের নিয়ে আসন্ন বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জ নারী হকি দল গঠন করা হবে বলে জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

আরজত আতরজান উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় স্কুল হকি এবং বাস্কেটবল প্রতিযোগীতায় সেরা হয়েছে বেশ কয়েকবার। জাতীয় পর্যায়ে সেরা হলেও তাদের অনুশীলন হতো ঘাসের মাঠে। খেলার মান বৃদ্ধি এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে জেলা পরিষদের পক্ষ থেকে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে একটি বাস্কেটবল মাঠ করে দেয়ার ঘোষণা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক, স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Comments

comments