ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কলম২৪ এ সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২১, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে চরা দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) বিকালে কটিয়াদী বাজারে মনিটরিং করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম। সম্প্রতি এ সংক্রান্ত সংবাদ অনলাইন পোটার্ল কলম২৪ এ প্রকাশিত হলে প্রশাসনের নজরে পরে।

জানা গেছে, বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনার পরও কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে ফায়দা লুটছেন। এমন অভিযোগ পেয়ে শনিবার বিকালে কটিয়াদী বাজারের পাঁচজন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা হলেন, নোবেল স্টোর ২০ হাজার, চন্দন স্টোর ১০ হাজার, জুয়েল স্টোর ১০ হাজার, পেঁয়াজের আরতদার আবদুল মোতালিব ১০ হাজার, পেঁয়াজের আরতদার ফজলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কটিয়াদী বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রির অপরাধে পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগীতা করেন কটিয়াদী মডেল থানার এসআই মনিরুজ্জামান, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ও সংশ্লিষ্ট কর্মকতারা।

 

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

Comments

comments