ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২১, ২০২০ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাস রোধে জেলা কমিটির সভা কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শনিবার (২১ মার্চ) জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ সজল কুমার সাহা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, পিপি শাহ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া, বিএমএ সভাপতি ডাঃ মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ।

এতে সকল উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস যাতে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ভৈরবে ট্রমা হাসপাতাল, অষ্টগ্রামে ৩টি প্রাথমিক বিদ্যালয়ে ও কিশোরগঞ্জ সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক  

Comments

comments