ঢাকাবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গিরগিটি বাঁচে ১০০ বছর

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৪, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গিরগিটি রঙ বদলায় কিন্তু বেঁচে থাকতে পারে ১০০ বছর তা অবাক করার মতোই। কিছু প্রাণী পৃথিবীর যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে দীর্ঘকাল টিকে থাকতে পারে। তেমনই একটি প্রাণী টুয়াটারা^। খটমট নামের টুয়াটারাকে সহজ বাংলায় গিরগিটি বলা যায়। এদের শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত…।

কিছুটা সবুজ, কিছুটা ধূসর গায়ের রঙের এই সরীসৃপের পাগুলো ভীষণ শক্ত, হাতের থাবা রেজরের মতো ধারালো হয়ে থাকে, পীঠে সুচালো স্পাইকে^র সঙ্গে মোটা একটা লেজও থাকে। এদের আরও একটি জনপ্রিয় পরিচয়, এরা গায়ের রং বদল করে। শীতকাল এদের বিশ্রাম নেওয়ার সময়।

সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশবিস্তার করে টুয়াটারা। ১০-২০ বছর বয়সী টুয়াটারাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। এরা ২৫ ডিগ্রি তাপমাত্রার^ ওপরে বাঁচতে না পারলেও পাঁচ ডিগ্রির নিচে বাঁচতে পারে। জন্মের পর মায়েরা এদের আগলে রাখে না বরং এদের জন্মের পর থেকেই নিজের খেয়াল নিজেকে রাখতে হয়। নিউজিল্যান্ডের এই সরীসৃপ বেঁচে থাকে প্রায় ১০০ বছর।…

Comments

comments