ঢাকারবিবার , ২ মে ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘টিকা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সরকার’

প্রতিবেদক
Kolom 24
মে ২, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে…, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণ হচ্ছে- শুধুমাত্র দুর্নীতি, অন্য কোনো কারণ এর মধ্যে জড়িত নয়।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশের পরিণতি যে এটা হবে-আমরা কখনো আগে কল্পনাও করতে পারি নাই। আজকে দুর্ভাগ্য… আমাদের ৫০ বছর পরেও এরকম ভয়ংকর একটা পরিস্থিতি দেখতে হচ্ছে। সেই কারণে বার বার করে বলে আসছি, এখনো বলছি, আজকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু নির্বাচন করার জন্যে…একটি নিরপেক্ষ সরকার দরকার হবে এবং এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যারা আজকে ক্ষমতা দখল করে আছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

Comments

comments