ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফের ইংলিশ ক্রিকেটারের বর্ণবিদ্বেষী টুইট

প্রতিবেদক
Kolom 24
জুন ৮, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম ও নারীবিদ্বেষী মন্তব্য করে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন…। এ ঘটনার পরপর আবারও এক ক্রিকেটারের বৈষম্যমূলক পুরনো ‍টুইট প্রকাশ করেছে উইজডেন ডটকম। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।

লর্ডসের প্রথম দিনে ২ উইকেট নিয়ে অভিষেকটা দারুণ হলেও দিনের শেষে রবিনসনকে সমালোচনা শুনতে হয় ৮-৯ বছরের পুরনো টুইট নিয়ে…। সেসব পুরনো টুইটে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, নারীদের নিয়ে চরম অবমাননাকর কিছু মন্তব্য করেছিলেন।

পরে বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ক্ষমা চেয়েও পার পাননি রবিনসন। সেই টুইটের জের ধরে তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)…। ২৭ বছর বয়সী এ পেসারকে নিষিদ্ধ করার পর দলের অন্য এক ক্রিকেটারের পুরনো টুইট প্রকাশ করেছে উইজডেন।

যে টুইটটি প্রকাশ করা হয়েছে সেটিতে চীনের একটি গোত্রের লোকদের অবমাননা করা হয়েছে।

ইতোমধ্যে রবিনসনের টুইটগুলো নিয়ে তদন্ত করছে ইসিবি। ধারণা করা হচ্ছে ডানহাতি এই পেসারের মামলাটির সঙ্গে নাম প্রকাশ না করা ওই ক্রিকেটারের টুইটও তদন্ত করবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বয়স কম হওয়ায় শাস্তি কিছুটা কমও হতে পারে।

Comments

comments