ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণপদক জয়ী ইঁদুর যাচ্ছে অবসরে

প্রতিবেদক
Kolom 24
জুন ১৫, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

“২০১৬ সাল থেকে ইঁদুরকে ল্যান্ড-মাইন শনাক্তের কাজে লাগিয়ে ভাল ফল পাচ্ছে কম্বোডিয়া। সম্প্রতি স্বর্ণপদক-জয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই নতুন ২০টি ইঁদুরকে নিয়োগ করা হয়েছে বলে জানা যায়।

সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, দেশটিতে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত স্থল মাইন বিস্ফোরণে ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।. এ কারণে ইঁদুর দিয়ে মাইন অপসারণের কাজ করা হচ্ছে দেশটিতে।

আমদানি করা এসব ইঁদুরের ঘ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে।…কম্বোডিয়ায় নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইঁদুর স্থলমাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোলো নামের একটি সংগঠন।

এই সব ইঁদুরের তদারককারী মালেন বলেন, কাজ শুরুর আগে আমরা বুঝতে পারিনি স্থল মাইন খোঁজার কাজটা ওরা এত ভালোভাবে করতে পারবে। ইঁদুরের অসাধারণ ঘ্রাণশক্তি আছে যা আমাদের নেই। বেশির ভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দেয়।”…

Comments

comments