ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হল শাবিপ্রবি

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২৭, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) অন্তর্ভুক্ত হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। সোমবার (২৬ জুলাই) সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

প্রধানমন্ত্রী ও নিকার সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাবিপ্রবিসহ কিছু নতুন এলাকাকে অন্তর্ভুক্ত করে সিলেট সিটি কর্পোরেশন এর বর্ধিতকরণ প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে শাবিপ্রবিকে সিকিকে অন্তর্ভুক্ত করে গত বছরের ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তি জারি করেছিল সিলেট জেলা প্রশাসন।

এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘শাবিপ্রবি পরিবারের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হল। এখন থেকে শাবিপ্রবি সিলেট সিটি কর্পোরেশনের সকল সুবিধা ভোগ করবে। আমাদের অনেক সমস্যার স্থায়ী সমাধান হবে। আমি শাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন জানাই।’

Comments

comments