ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির প্রক্টর হলেন ড. আলমগীর কবীর

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, তিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক আবু হেনা পহিলের কাছ দায়িত্ব গ্রহণের দিন থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন। এছাড়া সহকারী অধ্যাপক আবু হেনা পহিল পুনরায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর শাবিপ্রবির গণিত ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ২০১৩ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দুই মেয়াদে সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Comments

comments