ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গবেষণায় ‘টার্ন-ইট-ইন’ ব্যবহার বাধ্যতামূলকঃ শাবিপ্রবি উপাচার্য

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৬, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গবেষণা প্রকল্পে প্ল্যাগারিজম চেকের জন্য ‘টার্ন-ইট-ইন’ পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার ( ৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত গবেষণা প্রকল্পে প্ল্যাগারিজম চেকে ‘টার্ন-ইট-ইন’ ব্যবহারে পদ্ধতি শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য বলেন, গবেষণাকে মৌলিক এবং বিশ্বমানের করতে বাংলাদেশে প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও গবেষকের ‘টার্ন-ইট-ইন’ সফটওয়্যার ব্যবহার করার বাধ্যবাধকতা করা হয়েছে। আমরা ইতোমধ্যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় ভালো করছি। গবেষনা বাজেট আগামী বছর ১০ কোটি টাকায় উন্নিত করার কাজ চলছে। লএখন শুধু প্রয়োজন গবেষণা মান বজায় রাখা।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেব ছিলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

Comments

comments