ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বৃত্তি প্রদান

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১৬, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা বিকশিত করার লক্ষ্যে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকারণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বেগম খালেদা ইসলাম, তাড়াইল উপজেলার পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম ঐশী, অষ্টগ্রাম উপজেলার কাদিরপুর সুন্দর মঙ্গল নাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মুন মিয়া, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা এ.কে.এম নাদিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ।

আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জনকে ৬ হাজার টাকা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকারণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Comments

comments