ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলের জাওয়ার ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৩০, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪ নং বিট পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল থানার উপ-পরিদর্শক মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আল আমিন হোসাইন।

এতে বিশেষ অতিথি ছিলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন, জাওয়ার ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো: জিয়াউর রহমান, জাওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক আঃ মান্নান সবুজ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আল আমিন হোসাইন বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে সামাজিক সমস্যাসমূহের সমাধানে সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নিজের সন্তানকে ও পরিবারকে সময় দিতে হবে। সন্তানের ভালো অভ্যাস গড়তে নিজেকে ভালো অভ্যাস ও জীবনাচারের মাধ্যমে চলতে হবে।

তিনি বলেন, পুলিশের অবস্থান সর্বদায় ভালোর সাথে, আলোর পথে। ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক, জুয়া প্রতিরোধে যে কোন সময় পুলিশের শরণাপন্ন হোন।

Comments

comments