ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ইটভাটা, এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিকট অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স শামীম কনস্ট্রাকশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর এবং পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত পরিবেশ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে ছাড়পত্র ব্যতিত শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলো মেসার্স শামীম কনস্ট্রাকশন। এ অপরাধে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ বলেন, দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

comments