ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিক্ষা উপকরণ নিয়ে অসচ্ছল খুদে শিক্ষার্থীদের পাশে ব্র্যাক

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে প্রতিনিয়ত দেশের গরিব মেধাবী শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়। যাদের পরিবারে দিন আনতে পান্তা ফুরায়, সেসব ঘরের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আজ চরম সংকটের মুখে। অর্থনৈতিক সংকট থাকায় সেসব শিক্ষার্থীদের কাগজ-কলম-পেনসিলসহ যাবতীয় শিক্ষা উপকরণ কিনতে হিমশিম খেতে হয়। অসচ্ছল এসব মেধাবী খুদে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছে ব্র্যাক।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষা কর্মসূচি ‘পাশে আছি’ প্রোগ্রামের মাধ্যমে ৬০জন খুদে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার মো. সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথামিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

এ সময় তিনি বলেন, শতভাগ শিশুকে স্কুলমুখী করতে ব্র্যাকের এই শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসু হবে। আশা করি ব্র্যাক সব সবমই এমন শিক্ষা বান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিলেট বিভাগীয় ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা রুবায়াতসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো. আলীম তালুকদার। ব্র্যাকের এসব শিক্ষা উপকরণ পেয়ে শিশু ও অবিভাবকগণও খুবই খুশি।

Comments

comments