ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিক্ষার মান উন্নয়নে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের জন্য স্টেক হোল্ডারদের সাথে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কিশোরগঞ্জের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক। সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফের মেম্বার বাহার উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ করিম, জ্যেষ্ঠ সাংবাদিক আহামাদুল্লাহ, সদর উপজেলা শিক্ষা অফিসার আনার কলি নাজনীন, করিমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: আবু তাহের ভূইয়া, করিমগঞ্জের পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হক প্ৰমুখ বক্তব্য দেন।

সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে বিদ্যালয় গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার, শিক্ষকদের পাঠদান বহির্ভূত বিভিন্ন কার্যক্রম থেকে বিরত রাখা, এসএমসি ও পিটিএ সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, বিদ্যালয়ের সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম চালু রাখা, শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের পরিবর্তে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া এবং উপবৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

Comments

comments