ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় রমজান উপলক্ষে ১ হাজার কপি কোরআন বিতরণ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার কপি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ১ হাজার কপি কোরআনে বাংলা উচ্চারণ ও অর্থসহ রয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রদের হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফের কপিগুলো তুলে দেন আয়োজক সংগঠনের প্রতিনিধি ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।

চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, পুলেরঘাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল কাইয়ুম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম, পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদ ভূইয়া জানান, রমজানে কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এই মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়াও উত্তম কাজ। তাই আমরা সাধারণ মানুষের মাঝে কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। এ কোরআন বিতরণের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে।

Comments

comments