ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জোড়া খুনের বিচারের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৩, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

গুজব ছড়িয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে এবং আসামিদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ হেযবুত তওহীদের সদস্যরা। ‘বিচার দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জেলা শহরের সমবায় ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ হিমসেল ভূঁইয়া। তিনি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ীতে ২০১৬ সালের ১৪ মার্চ নির্মমভাবে দুইজনকে গলা কেটে করে হত্যা করার পর তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এই হত্যাকান্ডের ৭বছর পেরিয়ে গেলেও এর বিচার কার্যক্রম শুরু হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে মূল আসামীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।দ্রুততার সাথে ইব্রাহিম রুবেল ও সোলায়মান খোকনের হত্যাকারীদের বিচারকার্য শুরু করার জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মো. রহমত উল্লাহ রানা, কৃষি বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ কবির তুতুল, সাংগঠনিক সম্পাদক মো. আরফান ভূঁইয়া, অর্থ সম্পাদক আবুল হাসেম চয়ন, আইন বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

Comments

comments