ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় মুসুল্লিরা নিরাপত্তার সাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে, নিশ্চয়তা দিলেন পুলিশ সুপার

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১৮, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, যখন শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা করি তখন ২০১৬ সালে জঙ্গি হামলার ঘটনাটা পর্যালচোনা করেই আমরা নিরাপত্তার পরিকল্পনা তৈরি করি। আজকে ৭ রোজা, যে কাজগুলি প্রাথমিকভাবে এখানকার নিরাপত্তার জন্য করতে হয় সে কার্যক্রম শুরু করেছি। এবার ঈদ জামাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নাই। প্রতিবারই এই মাঠে লাখ লাখ ঈদের জামাতে অংশগ্রহণ করে। গতবারও নিরাপদ ছিল। এর আগেও নিরাপদ ছিল৷ প্রত্যেক বারের ন্যায় এবারও নিরাপদ থাকবে প্রত্যাশা করি। যেকোনো বারের চেয়ে এবার নিরাপত্তা পরিকল্পনা ঢেলে সাজিয়ে আরও বেশি যৌক্তিক আরও বেশি কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখবো। নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করবো।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

পুলিশ সুপার বলেন, মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে মাঠের ভিতরে মুসুল্লিদের প্রবেশ করাই। তারপর বোম ডিসপোজাল ইউনিট থাকে। কাউন্টার টেররিজম ইউনিটের লোকজন থাকে। পর্যায়ক্রমে আমাদের যে প্রাথমিক কার্যক্রমগুলি রয়েছে সেগুলো করছি। আশা করি এবারও মানুষ অত্যন্ত নিরাপত্তার সাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে।

মোহাম্মদ রাসেল শেখ আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা আমরা গতবারও চার স্তরের রেখেছিলাম। এবারও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সমন্বিত থাকবে। আমরা সকল মুসুল্লিদের আহবান জানাই এবারও এখানে আসবেন, নামাজ পড়বেন এবং নিরাপত্তার সাথেই বাড়ি ফিরবেন। এরজন্য কিশোরগঞ্জ জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবে। যেকোনো মূল্যে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা ব্যবস্থাটা আমরা পূনঃমূল্যায়ন করি। গতবার যেসব ভুল ত্রুটি থাকে পরবর্তী সময়ে যেন সেটা নাহয় সেটা আমরা নিশ্চিত করি। গতবার আমাদের নিজেদের কাছে যে বিষয়গুলি ত্রুটি মনে হয়েছে সেগুলো আমরা পূর্ণ করব যেন ত্রুটি বিচ্যুতি না থাকে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রমুখ।

Comments

comments