ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতা কর্মীহীন হোটেল

প্রতিবেদক
Kolom 24
মে ২২, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একটা বিলাসবহুল চকচকে হোটেল অথচ কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই। কোপেনহেগেনের হোটেল ‘অট্টিলিয়া’য় রয়েছে এমনই ব্যবস্থা। ডেনমার্কের সংস্থা এসিটির সঙ্গে যৌথভাবে হোটেলের ঘরগুলো তৈরি করেছেন হোটেল কর্তৃপক্ষ।

নতুন ‘এসিটি ক্লিনকোট প্রযুক্তি’ ব্যবহার করে বানানো হয়েছে ঘরগুলো। এই প্রযুক্তিতে ঘরে স্বচ্ছ, গন্ধহীন একটি কোট থাকে। সূর্যালোক পড়লেই যা থেকে অ্যান্টিব্যাক্টিরিয়াল স্প্রে বেরিয়ে টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলে।

সংস্থার দাবি, এক বছর ধরে এই আস্তরণ থাকলে ঘরে কোনো পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন হয় না। প্রায় দুই বছর ডেনমার্কের ন্যাশনাল রিসার্চ সেন্টারে এটি পরীক্ষার পর তা ব্যবহার করা হয়েছে। এতে করে ওই হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা অনেক কম। সর্বমোট ১৫৫টি ঘরবিশিষ্ট কোপেনহেগেনের হোটেলটি এ কারণেই বিদেশি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে।

Comments

comments