ঢাকারবিবার , ১৭ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৭, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, ২০১৯-২০ সালে দেশে ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হলে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জনে। আজ রোববার (১৭ জানুয়ারি) এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

ইসির এই সচিব আরো জানান, ২০১৯-২০ নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৫ জন আবেদন করেছেন। কারো কোনো তথ্য ভুল বা সংশোধন করার প্রয়োজন হলে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

নতুন ভোটারসহ দেশে মোট ভোটার হতে যাচ্ছে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, মহিলা ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫জন।

সচিব মো. আলমগীর জানান, খসড়া তালিকায় মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী দোসরা মার্চ। সেই তালিকায় মৃত ভোটারদের তথ্য থাকবে।

Comments

comments