ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উনিশ বছর পর পৈতৃক জমি ফিরে পেল কাজিপুরের চাঁন মিয়া সরকার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৩, ২০২০ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৯ বছর আইনি লড়াইয়ে জয়ী হয়ে পৈতৃক জমির দখল পেলো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে ছালাভরা গ্ৰামের বৃদ্ধ কৃষক চাঁন মিয়া সরকার।

শনিবার ৩ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিল আহমেদের নেতৃত্বে কাজিপুর থানা পুলিশের সহায়তায় আদালতের নির্দেশে  দিনভর অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযানের মাধ্যমে জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আবেগে আপ্লুত চাঁন মিয়া সরকার আইন-আদালত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আস্থা সহযোগে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

বিবরণে জানা যায়, কুলিয়াগাছা মৌজার পারিবারিক ২৬৪ শতাংশ জমি একই বংশীয় আকবর হোসেন সরকার অয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে এবং ক্রেতা দ্রুত স্থায়ী স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল। ঘটনার প্রেক্ষিতে ২০০১ সালে চাঁন মিয়া সরকার বাদি হয়ে আকবর হোসেন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলা চলার পর ৩১ অক্টোবর ২০১৬ সালে চাঁন মিয়া সরকারের পক্ষে আদালত রায় ঘোষণা করে। পরবর্তীতে জমি দখলে আদালতের সহায়তা চেয়ে আবেদন করলে আদালতের নির্দেশে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি দখল নিতে আদালত সহায়তা করে।

Comments

comments