ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি শাবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৬, ২০২০ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টি উপেক্ষা করে সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘শাবিপ্রবি শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। ‘দাবি মোদের একটাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘আর কোন দাবি নাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘করোনার ভ্যাকসিন নয়, আগে ধর্ষণকারীদের ভ্যাকসিন চাই’, ‘১৯৭১ সালে ধর্ষণকারীদের পরিচয় ছিল রাজাকার, বর্তমান ধর্ষণকারীদের পরিচয় কি?’, ‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম, সে ইজ্জতগুলো যদি দেশের কুলাঙ্গারগুলা কেড়ে নেয়, তাহলে স্বাধীনতার মানে কি?’ ‘পাশবিকতার দন্ড চাই, নির্মমতার বিচার চাই’, প্রভৃতি।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লিটন, রাসেল সরকার, উজ্জ্বল দাশ ছিনু, লোকপ্রশাসন বিভাগের সুভা ঘোষ, পলিটিকাল স্টাডিজ বিভাগের শাহরিয়ার স্বপন প্রমুখ।

বক্তরা বলেন, ধর্ষকের কোনো দল নেই। সে যেই হোক না কেনো, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে দিনদিন ধর্ষণের পরিমাণ বেড়েই চলছে। ধর্ষণ সংক্রান্ত পরিবর্তন এখন সময়ের দাবি। আইন পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রণয়ন করলে ধর্ষণ অনেকটা কমে যাবে।

Comments

comments