ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১৭, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

“নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে একই সময়ে অনুষ্টিত হচ্ছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিটপুলিশিং সমাবেশ৷ এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ অনুষ্টিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ৷ শনিবার(১৭ অক্টোবর) সকাল ১০ ঘঠিকায় উপজেলা পরিষদ মিলনাতয়ন সহ উপজেলার ৫টি ইউনিয়ন বিটে একসাথে এই সমাবেশ অনুষ্টিত হয় ৷

উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ ঘঠিকায় এই সমাবেশ অনুষ্টান শুরু হয় ৷ আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় প্রথমে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ কমপ্লেক্সের মসজিদের ইমাম মোঃজহিরুল ইসালাম, পবিত্র গীতা পাঠ করেন রনজিত কুমার সরকার ৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভুঁইয়া, পৌর প্রশাসক গোলাম ফারুক।

সভায় নারী ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মিজাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভিন, আজমিরীগঞ্জ এ বি সি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুরে জান্নাত দিয়া, মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইবেদিতা কবীর মেহেক৷

এ সময় বক্তরা বর্তমান সময়ে দেশে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন চিত্র ধুলে বলেন-ধর্ষণ ও নির্যাতন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেনী- পেশার মানুষের নিজ নিজ অবস্হান থেকে সমাজে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক কর্মকান্ডে এগিয়ে আসতে হবে, সকলের সম্মেলিত প্রচেষ্টায়ই সমাজে ধর্ষণ এবং নির্যাতনের মতো কালব্যাধি সমাজ থেকে বিতারিত করা সম্ভব হবে বলে বলেন বক্তারা।

সভায় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আজমিরী সরকারী ডিগ্রী কলেজ,উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসায়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব সহ সকল সাংবাদিকবৃন্দ এবং এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সহ এলাকার বিশিষ্ট মুরব্বীবৃন্দ।

Comments

comments