ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ৩য় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি, সরকারি সেবা বিঘ্নিত

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৯, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য নিরশনের দাবিতে গত ১৫ নভেম্বর হতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। কর্মবিরতির  আওতাভুক্ত রয়েছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারীরা।

সিরাজগঞ্জের কাজিপুরে এ কর্মবিরতির ফলে সরকারি সেবা গ্ৰহণ করতে আসা সাধারণ নাগরিকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও সরকারি দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়ায় সরকারি সেবা বিঘ্নিত হচ্ছে।

রোববার ২৯ নভেম্বর কাজিপুর উপজেলা ভূমি অফিসে আগত আব্দুল মতিন জানান, গত ৬নভেম্বর জমির খারিজ সম্পন্ন হলেও আজ অব্দি ডিসিআর পাইনি।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জরুরি সরকারি সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে।

এবিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, জনসাধারণের ভোগান্তিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Comments

comments