ঢাকারবিবার , ২৪ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৪, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে সদ্য জাতীয়করণকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল, পিআরএল, জেষ্ঠ্যতা ও পদোন্নতি বহাল রাখার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখা শিক্ষক নেতারা। রবিবার বেলা ১২ ঘটিকায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার আহবায়ক মো: গোলাম ফারুক তাঁর বক্তব্যে বলেন, অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগষ্ট জারিকৃত পত্রটি প্রত্যাহার পূর্বক টাইমস্কেল, পি.আর.এল, জেষ্ঠ্যতা ও পদোন্নতি বহাল রাখার জোর দাবী জানাচ্ছি।

তিনি আরো জানান, অর্থ মন্ত্রণালয়ের ১২ আগষ্ট ২০২০ খি. তারিখের পত্রটি প্রত্যাহারপূর্বক বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর বিধি ২ উপবিধি (গ) তে বর্ণিত বেসরকারী চাকুরীর ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য সুবিধাদি বহাল রাখা প্রয়োজন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে পত্রটি শিক্ষকগণ জেষ্ঠ্যতা, পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হবে। শিক্ষক বিধিমালা ২০১৩ এর বিধি-২ উপবিধি (গ) তে বর্ণিত ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে জেষ্ঠ্যতা, পদোন্নতির সুযোগ দেওয়া প্রয়োজন। ম্যানেজিং কমিটি কতর্ৃক শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে সরকারীভাবে গেজেটভুক্ত করা প্রয়োজন। মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলার শাখার যুগ্ম আহবায়ক পরিমল কুমার বাড়ৈসহ সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Comments

comments