ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে চুরি ও জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার-৭

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১২, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে বুড়ইল ইউনিয়নের বিরপলি হতে জুয়া খেলার অপরাধে ৪ জন ও ভাটগ্রাম ইউনিয়নের নিজামতকুড়ি হতে চুরির দয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্সে নিয়ে বিরপলি গ্রামের মাঠে সেচ চালিত নলকুপের ঘরে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বিরপলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রায়হান আলী (২৬), বেলাল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫), চাপিলাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল আলীম (২৪), শাজাহানপুর উপজেলার সাদরা গ্রামের মোজাহার সরকারের ছেলে ইব্রহিম হোসেন (২৫)।

অপরদিকে নিজামতকুড়ি গ্রামের আফছার আলীর বাড়িতে গ্রিল কেটে চুরির সময় তার ভাতিজা নুরুল ইসলাম দেখতে পায়। পরে গ্রামের লোকজনকে নিয়ে তাড়াকরে ৩ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ গ্রামের নুরুজ্জামানের ছেলে মানিক মিয়া (২০), কাহালু উপজেলার স্যাকাহাট গ্রামের আব্দুল সামাদের ছেলে সাহেব আলী (২৫), গাবতী উপজেলার জাতহালিদা গ্রামের হাবু মন্ডলের ছেলে মমিনুল ইসলাম (২৮)।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, জুয়া খেলা ও চুরির অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments