ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৩০, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ৩ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, আসবাবপত্রে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার (৩০ মার্চ) সাড়ে ১১টার দিকে পুরানথানা ও একরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই সময় উপস্থিত কিছু পুলিশ সদস্য তাদের চলে যেতে বলেন এবং বাধা দিলে ক্ষিপ্ত হয়ে যান বিএনপির নেতা-কর্মীরা। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে রেল লাইনের পাথর ও ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। রাস্তায় থাকা বিএনপির নেতা-কর্মীরা টায়ার পুড়িয়ে এবং ফুটপাতে থাকা চা-দোকানের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প সড়ক দিয়ে আটকে পড়া যাত্রীরা আসা যাওয়া করে।

এ সংঘর্ষের কারণ জানতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, পুলিশের উপর উপযুর্পরি পাথর এবং ইট পাটকেল ছোড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

comments