ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে করোনা রোগীদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধাসহ কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং লটারী প্রথা বাতিল করে সরাসরি কৃষকদের কাছ ধান-চাল ক্রয়সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বামগুলোর নেতাকর্মীরা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, জেলা বাসদ সমন্বয়ক এ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা বাম জোটের সমন্বয়ক নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আঃ রহমান রুমি, জেলা সিপিবি নেতা আবুল হাসেম বিএসসি, বাসদ নেতা এ্যাডভোকেট মাসুদ আহমেদ প্রমুখ নেতৃত্বের বিক্ষোভ মিছিলটি সিপিবি কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা জানান, বর্তমান মহামারী করোনাকালীন নানা অব্যবস্থাপনার কারণে জনগণ কাঙিক্ষত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। অথচ উদ্বেগজনক হারে করোনা রোগী বেড়ে চললেও এ বিষয়ে যথাযথ কতর্ৃপক্ষ কার্যকরী উদ্যোগ গ্রহণ করছেন না। এমনিতেই হতদরিদ্র কর্মহীন বিপুল জনগোষ্ঠী খাদ্য সংকটে হিমশিম খাচ্ছে। এ সময় নেতাকর্মী জনগণ যাতে সহজে স্বাস্থ্যসেবার সুফল ভোগ করতে পারে এবং কৃষকদের উৎপাদিত ধান-ক্রয়ে ন্যায্য পাওনা পেতে পারে সে জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।

Comments

comments