ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ছবি আঁকেন স্বর্ণ দিয়ে

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৩০, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ কানহাইয়া একজন চিত্রশিল্পী । তার ছবি আকার মূল মাধ্যম সোনা। সোনার জলে, সোনা রঙে ছবি আঁকেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে পেয়েছেন ভারতের চতুর্থ বেসামরিক পদ্মশ্রী পুরস্কার।

ভারতের উত্তর প্রদেশের মথুরার এ শিল্পীর ছবি আঁকার বিশেষত্ব রয়েছে। তিনি পোট্রেট ছবি আঁকেন। চোখ ধাঁধানো ছবিগুলো যে কাউকেই যেন মুগ্ধ করে ফেলে। কৃষ্ণ কানহাইয়া বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীর পোট্রেট ছবি এঁকেছেন। তাকে ‘কানহাই আর্টথ এর মাস্টার বলে অভিহিত করা হয়।

সোনার পাতার সঙ্গে রত্নখচিত এসব চিত্রকর্মগুলো কোটি টাকা মূল্যমানের। তার আঁকা কৃষ্ণ বা তিরুপতি বালাজি ন্যূনতম এক কোটি টাকার। তবে ছবিতে যত কারুকাজ যুক্ত হয় ছবি ততই সূক্ষ্ম হয়। ফলে দামও বেড়ে যায়। চিত্রকরদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে।

(কলম ২৪ ডেস্ক)

Comments

comments