ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সারাদেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরী ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।

গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের কালিবাড়ীর সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সহ-সম্পাদিক বিলকিস বেগম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা শীল, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলী, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, সদস্য অ্যাডভোকেট শংকরী রায়, লাভলী সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে শিশু থেকে বৃদ্ধারা ধর্ষক নরপশুদের লালশার শিকার হচ্ছে। আইনের ফাঁক গলে অপরাধীরা ফিরে আসতে পারায় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Comments

comments