ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৮, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার একটি পুকুরে এই বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে । মাদরাসার এক ছাত্র  মঙ্গলবার (২৭ অক্টবর) সকালে মাদরাসার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় কিছু দেশীয় মাছের সঙ্গে ওই মাছটি উঠে আসে। এরপর থেকেই  উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করতে থাকেন।

দেখতে মাছটির মাথার অংশ  কিছুটা দেশীয় টেপা মাছের মতো ও শোল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ।

হাফেজ মাহফুজুর রহমান বলেন, মাছ জালে উঠানোর সময় এই অপরিচিত মাছটি আমার জালে ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে  দেখিনি।এই এলাকার শত শত লোক মাছটি দেখতে আসছে, কিন্তু কেউ এর আগে কখনও এ ধরনের মাছ দেখেছে বলে জানা যায়নি। এই মাছটি খুই শান্ত প্রকৃতির। তবে মাছটির নাম সাকার ফিশ। এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরও আছে।

মৎস্য কর্মকর্তারা জানান, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। এটি অনেকে অ্যাকুরিয়ামেও রাখেন। এমন মাছ খুব একটা দেখা যায় না।

Comments

comments