ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রতিহিংসাপরায়ণ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১৮, ২০২০ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমরা কি মানুষ?
নাকি মনুষ্যত্বের খোলস পড়ে
পশুত্ব কে ধারণ করে আছি।
ছিঃ ছিঃ ছিঃ কি লজ্জা,
কি করে সম্ভব?
নিজেকে হিংস্র হায়েনার মতো,
প্রকাশ্য দিবালোকে
চাপাতি দিয়ে কুপিয়ে
খাদিজার মত আরো কত
প্রতিভাকে ধূলায় মিশিয়ে দিয়ে
জীবনটাকে নিঃশেষ করে দিলে,
কি লাভ হলো তাতে?
সমাজের বুকে নিজেকে তুলে ধরলে
নরপিশাচ রুপে, ওহ কি পাষন্ড।
সবাই ছিঃ ছিঃ করছে।
হায়রে বাবা মা, এ কেমন সন্তান জন্ম দিলে?
তোমাদের জীবনটাকে করে দিল অন্ধকার।
কলংকের কালিমা লেপ্টে দিল কপালে।
এমন কুলাঙ্গার সন্তান?
যার হৃদয় এতটাই প্রতিহিংসাপরায়ণ, পাষন্ড,
সন্তান নামের কলংক
কি দরকার ছিলো,
এই ভাবে নিজেকে
অসভ্য বানিয়ে জীবনটাকে নষ্ট করার?
সমাজে পরিচিত হলে নর্দমার কিট বলে।
সবার কাছে হলে ধিকৃত।
আমরা মানুষ নই,
মানুষ নামের কলংক।
আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না।
আমাদের বিবেকবোধ কি ঘুমিয়ে আছে?
দেশ, সমাজ, জাতি কলংকিত হচ্ছে,
সভ্যতা আমাদেরকে স্পর্শ করছে না।
আমরা লজ্জিত, আমরা কবে মানুষ হব?

শাহিদা পারভীন রত্না

Comments

comments