ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৌন্দর্যের দেবী প্রথম নারী গণিতজ্ঞ

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৬, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

হাইপেশিয়া বিখ্যাত মিসরীয় নব্য প্লেটোবাদী দার্শনিক এবং গণিতজ্ঞ। তিনিই প্রথম উল্লেখযোগ্য নারী গণিতজ্ঞ। সবচেয়ে প্রসিদ্ধ আলেক্সান্দ্রিয়ান প্যাগানও ছিলেন তিনি।| শিক্ষক হিসেবে তার সাফল্য উল্লেখ করার মতো। হাইপেশিয়ার পিতার নাম থিওন। `তিনিও একজন খ্যাতিমান গণিতজ্ঞ এবং দার্শনিক ছিলেন `এবং হাইপেশিয়াকে মৌলিক শিক্ষায় শিক্ষিতকরণে তার ভূমিকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪০০ সালের দিকে হাইপেশিয়া আলেক্সান্দ্রিয়ার নব্য প্লেটোবাদী দর্শনধারার মূল ব্যক্তিত্বে পরিণত হন এবং খ্যাতির চরম শিখরে আরোহণ করেন। `তার মধ্যে অসাধারণ~ বাগ্মিতা, বিনয় এবং সৌন্দর্যের সার্থক সম্মিলন ঘটেছিল। এজন্য তিনি অসংখ্য শিক্ষার্থীর আকর্ষণ লাভ করতে সমর্থ হন।|

তাদের মধ্যে একজন হলেন সিরিনের সাইনেসিয়াস যিনি পরবর্তীতে (৪১০ খ্রিস্টাব্দে) টলেমাইস নামক অঞ্চলের বিশপ হন। হাইপেশিয়ার` কাছে সাইনেসিয়াসের লেখা কিছু চিঠি এখনো বর্তমান রয়েছে। তার কোনো ছবি পাওয়া যায়নি, তবে ঊনবিংশ শতাব্দীর লেখক ও সাহিত্যিকরা তাকে সৌন্দর্যের দেবী এথেনার সঙ্গে তুলনা করেছেন।|

হাইপেশিয়ার রূপ-সৌন্দর্য তার দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে একীভূত হয়ে তাকে অপূর্ব মহিমা দান করেছিল। তাই তৎকালীন` যুগে এতটা বিখ্যাত হয়েছিলেন। এর সঙ্গে তার করুণ মৃত্যু যোগ হয়ে তাকে অমরত্ব দান করেছে।| তার জীবন তাই অনেক লেখককেই উৎসাহিত করেছে। তার জীবনী নিয়ে একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো চার্লস কিংসলির লেখা ‘হাইপেশিয়া’।

তিনি শিক্ষা এবং বিজ্ঞানকে সঠিক উপমার মাধ্যমে প্রতিকায়িত করেন। তৎকালীন সময়ে এ ধরনের শিক্ষাকে প্যাগান` রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে একীভূত মনে করা হতো এবং এর ফলে জ্ঞানের বিকাশের পথে বাধার সৃষ্টি হয়, আর এ কারণেই তাকে অনেক প্রতিরোধের সম্মুখীন হতে হয়।|

Comments

comments