ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দশ দিনের মধ্যে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের নির্দেশ

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শতভাগ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য যারা এখনও টিকার রেজিস্ট্রেশন করেনি, আগামী দশ দিনের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা টিকার রেজিস্ট্রেশন করেননি, তাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে আগামী ১০ দিনের মধ্যে টিকা গ্রহণের রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুেরোধ জানানো হয়েছে। একইসাথে যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি এবং ১ম ডোজ নিয়েছে কিন্তু ২য় ডোজ গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি, তাদেরকে নিজ উদ্যোগে নিকটস্থ টিকা কেন্দ্রে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া যাদের এনআইডি নেই, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি লিংক দিবে। এই লিংকের মাধ্যমে জন্ম নিবন্ধন নম্বর লিখে আগামী ২৭ সেম্টেম্বরের মধ্যে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে টিকার নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে শিক্ষার্থীর বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ।

Comments

comments