ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় নতুন জাতের হাইব্রিড ধান আবাদ করে বাম্পার ফলন

প্রতিবেদক
Kolom 24
মে ১৭, ২০২০ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দু’টি নতুন জাতের ধান আবাদ করে বাম্পার ফলন পেয়েছে কৃষক। আজ (রোববার) দুপুরে উপজেলার আঙ্গেয়াদী ব্লকের আদিত্যপাশা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উৎপাদিত ব্রি হাইব্রিড-৫ ও ব্রি হাইব্রিড-৩ জাতের বোরো ধান কর্তন শুরু হয়েছে। এতে একর প্রতি ধান উৎপাদন হয়েছে ৮০ মন।

নতুন জাতের এ ধান উৎপাদনে বাস্তবায়ন করে পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর। এ জন্য অর্থায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউটের হাইব্রিড রাইস বিভাগ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ জানান, এ জেলায় প্রথমবারের মতো ব্রি হাইব্রিড ধানের ফলাফল ও প্রদর্শনী ট্রায়াল হিসাবে ১ বিঘা জসিতে এ দুই জাতের ধান আবাদ করে বাম্পার ফলন পাওয়া গেছে। ব্রি হাইব্রিড -৫ এর একটি ধানের ছড়ায় ২৪৭ টি ধান ও ব্রি হাইব্রিড -৩ এর একটি ছড়ায় ২১৩ টি করে ধান উৎপাদন হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, জাতটি সঠিক পরিচচর্চার মাধ্যমে বোরো মৌসুমের বিভিন্ন জাতের মধ্যে এ ধানটি সর্বোচ্চ ফলন দিতে সক্ষম। যা অন্য কোনো জাতের পক্ষে এত ফলন দেয়া সম্ভব নয়।

Comments

comments