ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুবির নতুন ট্রেজারার নিয়োগ

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৪, ২০২০ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২ জুলাই) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের সাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘গতকাল (০২ জুলাই) আমরা প্রজ্ঞাপন পেয়েছি। নতুন ট্রেজারার হিসেবে ঢাবি অধ্যাপক আসাদুজ্জামান স্যার দায়িত্ব পেয়েছেন।’

বিশ্ববিদ্যালয়টিতে ২০১৭ সালের ২৪ এপ্রিল তৎকালীন ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাসের মেয়াদ শেষ হয়। প্রায় তিন বছর পর শূন্য থাকা এই পদটিতে নতুন কেউ এলেন। যদিও এখনও বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে উপ-উপাচার্যের পদটি খালি রয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্কটা নতুন নয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলাম, বেশ কয়েকজন শিক্ষকের সাথেও আমার সৌহার্দ্য আছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।’

উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের দায়িত্বও পালন করেছেন।

Comments

comments