ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক শ্রমিকদের অনন্য নজির

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১৭, ২০২০ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

করোনার প্রকোপে সারাদেশে বিপর্যয় নেমেছে প্রায় সব সেক্টরে। প্রতিদিন আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। সারাদেশ লকডাউন থাকায় কর্মহীন হয়ে পরেছে লাখো শ্রমিক। সরকার যে পরিমান ত্রান বরাদ্দ দিচ্ছে তার বন্টন নিয়েও চলছে বিস্তর অভিযোগ। প্রতিদিনই ত্রান লুটের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে তথাকথিত অনেক জনপ্রতিনিধি। এর মধ্যে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে ‘ভাই ভাই শ্রমিক সংগঠন’।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের এ সংগঠনের সদস্যরা নিজের খাবারের অংশ থেকে বাঁচিয়ে বৌলাই তেরহাসিয়া গ্রামের ২৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাবার আটা বিতরন করে। ত্রান পেয়ে গ্রামের ষাটোর্ধ অশ্রুসিক্ত দুলাল জানান ‘ দুনিয়াতে আমার স্ত্রী, ছেলে, মেয়ে কেউই নাই, এক মাস যাবৎ মাইনষের দ্বারো ঘুরছি, কেউ কিছু দেয় না। সরকারি কোনো সাহায্যও পাইনা, এইডা আমার লাইগ্যা স্বর্নের টুকরা।

সংগঠনটির সভাপতি মোস্তফা বলেন ‘ ভাই আমরা নিজেদের ঘরেই খাবার নাই, এক মাস যাবৎ আমাদের ট্রাক বন্ধ, এর পরেও পাশের ঘরের মানুষ কষ্ট করুক এটা কেমনে মাইনা নেই? তাই নিজেরা যা পারছি তাই মিল্ল্যা মিশ্যা খামু’।

নিজস্ব প্রতিবেদক  

Comments

comments