ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টিতে নতুন নিয়ম

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৭, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয়তার শীর্ষে টি-টোয়েন্টি ক্রিকেট। এই ফরম্যাটকে আরও ঢেলে সাজাতে প্রায়ই পরিবর্তন আনা হয় নিয়মে। এবার আনা হলো স্লো ওভার রেটের শাস্তির নিয়মে।

নতুন নিয়ম অনুযায়ী ‘স্লো ওভার’ রেটের শাস্তি মাঠেই দেওয়া হবে। শুক্রবার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)…। এ ছাড়াও যোগ হয়েছে দুই দলের ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের বাড়তি পানি পানের বিরতিও। অবশ্য এটি হবে সিরিজের আগে দুই দলের সম্মতির ওপর।

upay
স্লো ওভার রেটের কারণে দোষী দলকে খেলা শেষে ম্যাচ ফি জরিমানা, ডিমেরিট পয়েন্ট কিংবা পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। এখন নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই দেওয়া হবে শাস্তি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না… পারে তবে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার রাখা যাবে না (৩০ গজ) বৃত্তের বাইরে।

আইসিসি আরও বলেছে, অনাকাঙ্ক্ষিত কারণে যদি নির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়ে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তবে ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের এই নিয়ম চালুর আগে গত বছর ইংল্যান্ডে এক শ’ বলের ক্রিকেটে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। যা বেশ সফলও হয়।

Comments

comments