ঢাকারবিবার , ১২ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের পর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১২, ২০২০ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রিজেন্ট হাসপাতালের অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের পত্রিকাতে আছে যে, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও তারা পরীক্ষা করবে।’

তিনি বলেন, ‘তাহলে কে রেসপনসিবল? দি হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি (অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর নিজ থেকেই পদত্যাগ করা উচিত)। হি শুড বি ব্রট ইন দি ট্রায়াল হোয়াই… গিভ ইট (কেন তিনি এমন নির্দেশ দিয়েছেন এ জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত)।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দুঃখ হয়, লজ্জা হয়, যখন দেখি- প্রচণ্ড দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগ… ।’

তিনি বলেন, ‘আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। যে হারে লুটপাট করেছে আপনারা সবাই দেখেছেন, গণমাধ্যম দেখেন।’

বিএনপি মহাসচিব বলেন, একটা সরকার যারা জোর করে দখলদারি সেজে আমাদের ওপরে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। চরম দুর্দিনেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তারা লুট করছে।

তিনি বলেন, ‘আমরা ব্রিটিশ আমলে দেখেছি যে, ব্রিটিশরা সম্পদ লুট করে নিয়ে গেছে, পাকিস্তান আমলে দেখেছি যে, পাকিস্তানিরা সব লুট করে নিয়ে গেলো। এখন দেখছি যে, আওয়ামী লীগ মানুষের পকেট কেটে সব লুট করে নিয়ে যাচ্ছে।’

এ সময় সরকারের দমন নীতির কঠোর সমালোচনা করে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে চান তারা শিকার হচ্ছেন গুমের, তারা শিকার হচ্ছেন মিথ্যা মামলার, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, পলি নামে একটা মেয়ে তার ফেসবুকে স্বাধীন মতপ্রকাশ করার কারণে রাতের বেলায় তাকে গ্রেপ্তার করে এখনো রেখে দিয়েছে। সাবেক ছাত্রদল নেতা টিটো হায়দার ৪/৫দিন হলো গায়েব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘কভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় হটলাইন কল সেন্টার’ উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব ০৯৬৭৮১০২১০২ নাম্বারে ফোন করে এই এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশিদও বক্তব্য রাখেন।

Comments

comments