ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিল্প এলাকায় শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২৮, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। তৈরি পোশাক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ জুলাই)এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সব শাখা শুক্রবার খোলা রাখতে হবে।

এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা থাকবে। তবে লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, শুক্রবার সকাল ১০টা-দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার চেক প্রদান করা যাবে না এবং এ ধরনের চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।

Comments

comments