ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিডিউলভুক্ত অপরাধ হলে হাজী সেলিম ও ইরফান সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান করে ব‌্যবস্থা : দুদক

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৮, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে দুদক। দুদকের শিডিউলভুক্ত অপরাধ হলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে ব‌্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের শামিল হয় তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব এবং দুদকের আইনে পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের জায়গা বা সম্পত্তি হোক, যদি দখল হয় তাহলে দুদক আইনের আওতাভুক্ত হলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীরা। পরের দিন সোমবার ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেফতার করে র‌্যাব। ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করেছেন নৌ বাহিনীর ওই কর্মকর্তা।

Comments

comments