ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করোনার দ্বিতীয় ঢেউ আসলেও আপাতত লকডাউনের চিন্তা নেই: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২, ২০২০ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসলেও লকডাউনে যাওয়ার চিন্তা-ভাবনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দ্বিতীয়বারের মতো লকডাউনে যাওয়ার কোনো ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের এখানে ভাইরাসের যে সিনারি (চিত্র) দেখেছি, সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফোরটেবল জোনে থাকতে পারব।

তিনি বলেন, বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাঁড়াচ্ছে না এবং সবাই নিয়ম মেনে চলছেন। গতকাল সেখানে যাওয়ার পর বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, এটা আমরা এনশিউর (নিশ্চিত) করে দিচ্ছি। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠোনে যেন সার্ভিস না পাওয়া যায়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে।

Comments

comments