ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হবে- বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৪, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হবে। কেউ যাতে এর চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে, সেদিকেও সরকার খেয়াল রাখছে। রোববার (০৩ জানুয়ারি) সচিবালয়ে এসব জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসময় তিনি বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে খাদ্য মন্ত্রণালয়সহ বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। দেশের উৎপাদন যেন ব্যহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার পেঁয়াজ আমদানি করছে।

মন্ত্রী জানান, যেসব ব্যবসায়ী আগেই এলসি খুলেছিল তারা এখন পেঁয়াজ আমদানি করছে। পেঁয়াজ আমদানিতে সরকার ব্যবসায়ীদের শুল্কমুক্ত যে সুবিধা দিয়েছিল তা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

Comments

comments