ঢাকাসোমবার , ১১ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১১, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এ সভার আয়োজন করেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন।

সম্মাননা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- শমিলা বেগম, দীপা দেবী, ফিরোজা বেগম, সালেহা খাতুন, আশা তালুকদার ও তাহমিনা খানম।

সভায় সংগঠনটির চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বঙ্গবন্ধু স্যাটেলাইট)- এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসটি অত্যন্ত স্মরণীয়। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতা পরিপূর্ণ হয়।

এসময় তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার আহ্বান জানান।

Comments

comments