ঢাকামঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৬, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে একযোগে করোনা টিকাদান শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে।

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবেলার মতো টিকাদানেও আমরা সফল হবো।

মন্ত্রী জানান, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪ টি হাসপাতালে টিকাদান শুরু হবে। অনলাইনে নিবন্ধন ছাড়াও সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকাদানের নিবন্ধন করা যাবে বলে জানান মন্ত্রী।

Comments

comments