ঢাকাবৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাইকার কারিগরি সহায়তা চুক্তি

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে কারিগরি সহায়তা প্রকল্পবিষয়ক এক চুক্তি হয়। গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এক অনুষ্ঠানে চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, জাপানের রাষ্ট্রদূত এইচই নাওয়াকি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে’র চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার এবং জাইকা’র প্রতিনিধি ইয়োহু হাইয়েকাওয়া চুক্তিপত্রে সই করেন। চুক্তি’র মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা হলো কর্মকর্তাদের প্রশিক্ষণ; বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন; মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন; যুগোপযোগী গাইডলাইন নির্মাণ; কৌশলগত পরিকল্পনা ২০২১-২৬ প্রণয়ন; বিভিন্ন ধরনে’র রেফারেন্স ল্যাব স্থাপন; বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ প্রভৃতি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের চাষ’যোগ্য জমির পরিমাণ মাথাপিছু অন্য অনেক দেশের চেয়ে কম এবং জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর সর্বোচ্চ..। এ সত্ত্বেও বাংলাদেশে’র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Comments

comments